এবারের ঈদের সাজ
এবারের ঈদের সাজ
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২

চলছে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি। চলছে কেনাকাটা। কিন্তু ঈদের পোশাক এবং সাজটা কেমন হবে তা নিয়ে চলছে চিন্তা ভাবনা। সময়টা যেহেতু ভাপসা গরমের, তাই সাজগোজ এবং পোশাক বাছাই করতে হবে একটু ভেবে চিন্তে। প্রচন্ড এই গরমে কোন পোশাক হবে আরামদায়ক এবং কিভাবে সাজলে মেকআপ সারাদিন ঠিক থাকবে আসুন তা জেনে নেই-
• পোশাক নির্বাচনের ক্ষেত্রে এবার হালকা কাজ করা পোশাক কে প্রাধান্য দিন। ভারী কাজ করা জামা এড়িয়ে চলুন।
• জামা কেনার ক্ষেত্রে সুতি, লিলেন কমফোর্টেবল কাপড় বেঁছে নিন। এতে করে ঈদের সারাদিন আপনি অনেক আরাম পাবেন।
• অনেকে ঈদে শাড়ি পরতে পছন্দ করে। সেক্ষেত্রে গরমে স্বস্তি পেতে হালকা রঙের শাড়ি যেমন সুতির ব্লক, টাঙ্গাইলের শাড়ি, অ্যাপ্লিকের শাড়ি, ছাপা শাড়ি, ব্লক-বাটিকের সুতি ট্রেন্ডি শাড়ি অথবা পাতলা সাটিন বা জর্জেটের শাড়িও পরতে পারেন।
• সাদা, আকাশি, গোলাপি,নীল, হালকা বেগুনি, লেমন এসব রঙের পোশাকই গরমের জন্য হয়ে থাকে বেশ আরামদায়ক। তাই পোশাক কেনার সময় এসব রঙকে প্রধান্য দিন।
• সাজুগুজু না করলে পুরো ঈদটাই ফিকে মনে হয়। তাই এবার ঈদের সিম্পল লুক করার চেষ্টা করুন। মেকআপ করার আগে প্রথমেই মুখ ভালো একটি ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে নিবেন। এরপর মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে করে ত্বক ঠান্ডা হবে এবং ঘেমে মেকআপ নষ্ট হবে না।
• মেকআপ করার আগে ওয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করে নিন। এতে করে মেকআপ ভালোভাবে ত্বকে বসবে।
• যেহেতু বাইরে বের হবেন সেহেতু সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না।
• ফুল কাভারেজ মেকআপের ক্ষেত্রে অবশ্যই প্রাইমার আগে ব্যবহার করে নিতে হবে। আপনার যদি তৈলাক্ত ত্বক হয় তাহলে ম্যাট প্রাইমার ব্যবহার করবেন।
• প্রাইমার ব্যবহারের পর আপনার ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন। ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রে ত্বকের রঙের চেয়ে এক শেড উজ্জ্বল রং বেছে নিতে হয়। তবে অতিরিক্ত সাদা ফাউন্ডেশন ব্যবহার করবেন না।
• মেকআপটা যেহেতু হালকা হবে সেহেতু গাঢ় রঙের লিপস্টিক সুন্দর মানাবে। তাই মেরুন, গোলাপি, ওয়াইন, লাল কিংবা জামার সাথে মিলিয়ে পছন্দের যেকোনো শেডের লিপস্টিক পরতে পারেন।
• সবসময় ভালো মানের মেকআপ কেনার চেষ্টা করবেন। ফাউন্ডেশন, আইলাইনার, কাজল, আইশ্যাডো, কন্সিলর, মাশকারা, লিপস্টিক সবকিছু্ই ওয়াটারপ্রুফ কিনবেন। এতে করে মেকআপ দীর্ঘস্থায়িভাবে ত্বকে বসে থাকবে।
• মেকআপের পর একটি ম্যাট সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিবেন। এতে করে মেকআপ গরমে নষ্ট হবেনা।
• গরম থেকে বাঁচতে চুল বেঁধে রাখুন। খোঁপা, বেনি, পনিটেইল করে স্টাইলিশভাবে বেঁধে নিতে পারেন চুল। সাথে গেঁথে নিতে পারেন পোশাকের সাথে মানানসই একটি ফুল। এতে অনেক বেশি সুন্দর ও সতেজ লাগবে।

- এবারের ঈদের সাজ
- গরমে হালকা পোশাক
গরমে হালকা পোশাক - বোল্ড লুকে অর্পা
- গ্রীষ্মে ত্বক কেন শুকিয়ে যায়
- যে কারণে উপস্থাপনায় নামিরা
- প্রসাধনী নয়, ত্বক ভালো রাখুন ভিন্ন উপায়ে
- হাসির সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কতটা?
- এই সময়ের ব্যাস্ত উপস্থাপক সোনিয়া রিফাত!
- স্থায়ীভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- শীতে ত্বক ভালো রাখবেন যেভাবে
- মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সৌরভ,
- উরফি শরীরে অন্তর্বাস রাখতে পছন্দ করেন না
- শীতে ত্বকের পরিচর্যা
- বিয়ে করতে ভয় পাচ্ছেন মিমি?
- বাড়িতে নেই ভিকি, ‘অন্তরঙ্গ বন্ধু’র সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা
- প্রভার সঙ্গে ‘বাচ্চা’ ইমরানের কী চলছে!
- ‘ব্রিলিয়ান্ট বাংলাদেশ’
- ইবাদতের স্যালুটের পর ২ বছর সেঞ্চুরি নেই কোহলির!
- মাসুদ হাসান উজ্জ্বল ক্ষুব্ধ
- শীতে কীভাবে নেবেন ত্বকের যত্ন, জানুন ডাক্তারের কাছে
- আসিফের গানে মডেল হলেন আনিপা নিন্দিয়া
- ১৮ টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস
- চুলের স্বাস্থ্য ভালো রাখুন পাঁচ নিয়ম মেনে
- সুন্দর ও স্বাস্থোজ্জ্বল চুলের জন্য ১৮ টি কার্যকরী টিপস।
- রোদে পোড়া ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে
- নারীর শরীর ও মনের যত্নে ৪টি দিকনির্দেশনা
- আপনি কি বুদ্ধিমান? বুঝে নিন পাঁচ লক্ষণে
- যৌবন ধরে রাখুন মেকআপেই
- বর্ষায় ত্বক ও চুলের যত্ন
- চেহারায় বদল কিন্তু জীবন বদলে দিতে পারে না

- বিয়ের সাজে কনেকে সুন্দর দেখার যে বিষয়গুলো
- সুন্দরীদের জন্য মিস আর্থ বাংলাদেশ
- মেয়েদের যত ফ্যাশন
- মেয়েদের চুলের ডিজাইন
- সোনিয়ার আবেগ প্রবন স্ট্যাটাস সালমানকে নিয়ে
- ত্বকের যত্ন না নিলে কি কি হতে পারে ?
- ওয়েস্টার্ন পোশাকের মধ্যে সব থেকে জনপ্রিয় ড্রেস কি ?
- শীতকালে বেশি বিয়ে হওয়ার গোপন রহস্য
- নিজেকে পরিপাটি রাখুন ৮ টি উপায়ে
- যন্ত্রের শহরে বোকা মানুষ
- শিলং ভ্রমণ গাইড বিস্তারিত খরচ ও অন্যান্য তথ্য
- ইন্টারন্যাশনাল প্রমো শুটে এঞ্জেলিনা মান্নাত
- এক মহানুভব পুলিশ অফিসার মাসুদের কাহিনি
- রাইজিং স্টারের মিথিলা, মাহি ও কনক রমজানেও ২০০০ পরিবারের পাশে
- ঈদের পোশাকে ডিজিটাল ছোঁয়া