মঞ্চ নাটক তরুনদের কতটা টানতে পারছেন
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৯

নাটক নির্মাতারা বলছেন মঞ্চের প্রতি তরুণ অভিনয় শিল্পীদের এই অনাগ্রহ টেলিভিশন নাটকের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে।তাছাড়া বাংলাদেশের মঞ্চ নাটক ঢাকা শহরের কয়েকটি অডিটোরিয়ামের গণ্ডি পেরিয়ে তেমন একটা বিস্তার লাভ করতে পারেনি।
থিয়েটারের প্রসঙ্গ উঠলেই ঘুরে ফিরে কয়েকটি দলের কথা আসে। মঞ্চ নাটকের পরিবেশনাও ঢাকা শহরের কয়েকটি অডিটোরিয়ামের মধ্যে সীমাবদ্ধ।মঞ্চ নাটকে দর্শকের সংখ্যা বরাবরই সীমিত ছিল। কিন্তু সেই সীমিত সংখ্যক দর্শকের মধ্যেও থিয়েটার নিয়ে আগ্রহে ভাটা পড়েছে।এক সময় ঢাকায় নিয়মিত মঞ্চ নাটক দেখতেন বেসরকারি চাকুরীজীবী জহির রায়হান। কিন্তু গত বেশ ক’বছর তিনি আর দেখছেন না।
মি: রায়হান বলেন, “এই যানজটের শহরে অফিস শেষ করে সন্ধ্যেয় থিয়েটার দেখা হয় না। কারণ সবার অফিস তো আর বেইলি রোড অথবা শিল্পকলার আশেপাশে না।”
তাছাড়া এখন টেলিভিশনের ব্যাপক প্রসার এবং ইন্টারনেটের কারণে বিনোদনের নানা ধরেনর মাধ্যম তৈরি হয়েছে।বাংলাদেশে মঞ্চ নাটকের দর্শক শহরের শিক্ষিত-মধ্যবিত্তের কাছেই সীমাবদ্ধ ছিল। সেই গণ্ডি থেকে মঞ্চ নাটক আরও বিস্তৃত হতে পারেনি। এর একটি বড় কারণ দ্রুত বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।মঞ্চ ও টেলিভিশন নাটকে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। তার নিজেরও মঞ্চ নাটকের দল রয়েছে।
মঞ্চ নাটকের অনেক অভিনেতা টিভি নাটকে জনপ্রিয় হয়েছেন।মি: আনাম মনে করেন বাংলাদেশের মঞ্চ নাটক এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বাংলাদেশে থিয়েটারের চর্চা শহরকেন্দ্রিক রয়ে গেছে বলে তিনি মনে করেন। মি: আনাম বলেন, “পুরনো আমলে কোলকাতায় বলা হতো শহুরে বাবুদের থিয়েটার। সেটা বাবুদের থিয়েটারই রয়ে গেছে। ”মঞ্চ নাটক বিস্তৃত না হবার পেছনে একটি বড় কারণ মনে করা হয় দ্রুত টেলিভিশনের বিস্তারকে।দর্শকরা যেমন টেলিভিশনের দিকে ঝুঁকেছেন তেমনি অভিনয় শিল্পীরাও এখন টেলিভিশন নাটকে বেশি আগ্রহী। ফলে মঞ্চ নাটক সেই সীমিত পরিসরেই রয়ে গেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার অধ্যাপক ইসরাফিল শাহিন বলেন টেলিভিশন নাটকে দ্রুত পরিচিতি পাওয়া যেমন সম্ভব তেমনি অর্থ উপার্জনও সম্ভব।
বাণিজ্যিক কারণেই মঞ্চ নাটক পিছিয়ে পড়েছে বলে তিনি মনে করেন।অভিনেতা তারিক আনাম খানও মনে করেন মঞ্চ নাটক কখনোই অর্থ উপার্জনের জায়গা ছিল না। যারা মঞ্চে অভিনয় করেন তারা নিজের আবেগ এবং তাগিদ থেকেই অভিনয় করেন।মঞ্চ নাটকের দর্শক মুলত ঢাকা শহর কেন্দ্রিক।
একটি নাটক মঞ্চস্থ করতে যে পরিমাণ টাকা খরচ হয়, শুধু টিকিট বিক্রি থেকে তা উঠে আসে না। অন্যদিকে এখানে বেসরকারি স্পন্সরও তেমন একটা নেই ।সেজন্য অনেক অভিনয় শিল্পী মঞ্চে কাজ করার চেয়ে টেলিভিশন নাটকে কাজ করতে আগ্রহী।বাংলাদেশে এখন বহু বেসরকারি টেলিভিশন চ্যানেল হওয়ায় প্রতিদিন গড়ে ৫০টির মতো নাটক প্রচারিত হচ্ছে। সেজন্য প্রচুর অভিনয় শিল্পীর চাহিদা তৈরি হয়েছে।
কিন্তু মঞ্চ নাটকে অনাগ্রহের কারণে দক্ষ অভিনয় শিল্পী তৈরি হচ্ছে না বলে নির্মাতারা মনে করেন। অর্থাৎ মঞ্চ নাটকের সংকট টেলিভিশন নাটককে প্রভাবিত করছে।বাংলাদেশে টেলিভিশন যুগের সূচনা থেকেই আছেন নওয়াজিশ আলী খান। বাংলাদেশে টেলিভিশনে তিনি বহু জনপ্রিয় নাটক প্রযোজনা করেছেন।এখন তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার অন্যতম কর্ণধার।মি: খান বলেন, “অভিনয় মানেই শুধু ডায়ালগ বলা নয়। অভিনয় মানে চরিত্রের সাথে মিশে যাওয়া।”
টেলিভিশন নাটকের অনেক শিল্পী এখন দর্শক নন্দিত।মঞ্চনাটক থেকে যেসব অভিনয় শিল্পী আসেন তারা চরিত্রের সাথে সহজেই মিশে যেতে পারেন। তিনি বলেন এখন যারা অভিনয় করছে তাদের তাদের অনেকেই চরিত্রের সাথে মিশতে পারেন না।
সেজন্য একজন ব্যক্তি ৫০টি নাটক করলেও সেখানে চরিত্র ফুটে উঠে না। এসব নাটকে ব্যক্তিকেই দেখা যায়, চরিত্র দেখা যায়না বলে মি: খান উল্লেখ করেন।
কিন্তু মঞ্চে কাজ না করেও টেলিভিশন নাটকে অনেকেই জনপ্রিয় হয়েছেন। মূলত বিভিন্ন রিয়েলিটি শো’র মাধ্যমে তারা উঠে এসেছেন কিংবা অন্য কোন পেশা থেকে তারা নাটকের জগতে এসেছেন।
দর্শকদের কাছেও তাদের গ্রহণযোগ্যতা ভালো। এরকম একজন অভিনয় শিল্পী ও মডেল বাঁধন। তিনি মনে করেন এখন সময় ও দৃষ্টিভঙ্গি পাল্টেছে।
অভিনয় শিল্পী বাঁধন বলেন, “আপনি যদি মন থেকে চান তাহলে আপনি যেখান থেকেই আসেন না কেন, আপনি ভালো করতে পারবেন।”
গত এক দশকে বাংলাদেশে টেলিভিশন নাটকের ব্যাপক প্রসার হয়েছে।
তিনি বলেন এখন বিনোদনের বহু মাধ্যম তৈরি হওয়াতে দর্শকরাও মঞ্চ নাটক থেকে অনেকটাই সরে এসেছে।
তিনি বলেন, “এখন অভিনয় করে আমি টাকা উপার্জন করতে পারছি, সংসার চালাতে পারছি। এটা আগে কারো মাথায়ই আসেনি।তখন তাদের চিন্তা-ভাবনা আর এখন আমাদের চিন্তা ভাবনা কখনোই মিলবে না।”
এই অভিনয় শিল্পী বলেন আগে যারা মঞ্চ নাটকের সাথে জড়িত ছিলেন তখন তারা সবাই ‘বিখ্যাত মানুষ’ ছিলেন।
অনেক দর্শক মঞ্চে তাদের অভিনয় দেখার জন্য ভিড় করতো। বাঁধন মনে করেন এখন সেই বিষয়টি আর নেই। সেক্ষেত্রে শুধু নতুনদের দোষ দেয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন।
ঢাকায় এখনো নামকরা দলের নাটক মঞ্চস্থ হলে দর্শকরা অডিটোরিয়ামে ভিড় করছে। তাছাড়া বাংলাদেশের কিছু দল দেশের বাইরে গিয়েও নাটক করছে।
অভিনেতা তারিক আনাম খান মনে করেন সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মঞ্চনাটক আরও বিস্তৃত হবে।
মঞ্চ নাটকের জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মি: আনাম বলেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মঞ্চ নাটকের আরও আধুনিক অডিটোরিয়াম গড়ে তুললে মঞ্চ নাটককে মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব হবে।

- এবারের ঈদের সাজ
- গরমে হালকা পোশাক
গরমে হালকা পোশাক - বোল্ড লুকে অর্পা
- গ্রীষ্মে ত্বক কেন শুকিয়ে যায়
- যে কারণে উপস্থাপনায় নামিরা
- প্রসাধনী নয়, ত্বক ভালো রাখুন ভিন্ন উপায়ে
- হাসির সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কতটা?
- এই সময়ের ব্যাস্ত উপস্থাপক সোনিয়া রিফাত!
- স্থায়ীভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- শীতে ত্বক ভালো রাখবেন যেভাবে
- মিথিলার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে সৌরভ,
- উরফি শরীরে অন্তর্বাস রাখতে পছন্দ করেন না
- শীতে ত্বকের পরিচর্যা
- বিয়ে করতে ভয় পাচ্ছেন মিমি?
- বাড়িতে নেই ভিকি, ‘অন্তরঙ্গ বন্ধু’র সঙ্গে সময় কাটাচ্ছেন ক্যাটরিনা
- প্রভার সঙ্গে ‘বাচ্চা’ ইমরানের কী চলছে!
- ‘ব্রিলিয়ান্ট বাংলাদেশ’
- ইবাদতের স্যালুটের পর ২ বছর সেঞ্চুরি নেই কোহলির!
- মাসুদ হাসান উজ্জ্বল ক্ষুব্ধ
- শীতে কীভাবে নেবেন ত্বকের যত্ন, জানুন ডাক্তারের কাছে
- আসিফের গানে মডেল হলেন আনিপা নিন্দিয়া
- ১৮ টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস
- চুলের স্বাস্থ্য ভালো রাখুন পাঁচ নিয়ম মেনে
- সুন্দর ও স্বাস্থোজ্জ্বল চুলের জন্য ১৮ টি কার্যকরী টিপস।
- রোদে পোড়া ত্বকের যত্ন নিন ঘরোয়া উপায়ে
- নারীর শরীর ও মনের যত্নে ৪টি দিকনির্দেশনা
- আপনি কি বুদ্ধিমান? বুঝে নিন পাঁচ লক্ষণে
- যৌবন ধরে রাখুন মেকআপেই
- বর্ষায় ত্বক ও চুলের যত্ন
- চেহারায় বদল কিন্তু জীবন বদলে দিতে পারে না

- স্বামীর জন্মদিনে স্ত্রীর ব্যতিক্রমী ভালোবাসা
- চ্যালেঞ্জিং চরিত্রে আঁচল
- মিলান চলচ্চিত্র উৎসবে ‘জান্নাত’
- মতওয়ানির গোসলের নগ্ন ভিডিও ফাঁস
- "প্রকৃতির প্রেমে পরী"
- খোলামেলা নুসরাত ফারিয়া
- অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই- আয়শা নাফিসা
- স্বাস্থ্য বিভাগে নিয়োগ বোর্ডে সানি লিওনের নাম
- কোরিওগ্রাফি কাজটা উপভোগ করি
- আসিফ-নীহার-কিশোর`র অগোছালো
- ভেরিফাইড হলো চিত্র নায়ক আসিফ নূরের ফেইসবুক পেইজ
- সবে মাত্র যুদ্ধ শুরু যেতে হবে অনেক দুর - প্রীতি
- ভুল থেকে যদি কিছু শেখা যায় তবে সেটা ভালো - ওমর সানি
- দুই সংগীতশিল্পীর ভালোবাসার বিয়ে
- চিত্রনায়িকা পলি অন্তরালে কেমন আছেন